1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

নয় দিনে ১০ লাখ টাকা গণচাঁদা পেল ছাত্র অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৯৮ বার পড়া হয়েছে

নতুন রাজনৈতিক দল গঠন করতে গণচাঁদা চেয়ে বিজ্ঞপ্তি দেওয়ার পর প্রায় দশ লাখ টাকার মতো অনুদান পেয়েছে ছাত্র অধিকার পরিষদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হিসাব প্রকাশ করেছেন পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান।

ঘোষণার নয় দিনে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টে নয় লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছে তারা।

এতে উল্লেখ করা হয়, মোট নয় লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা অনুদান আসলেও এর মধ্যে ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা। ব্যালেন্স হিসেবে অবশিষ্ট রয়েছে ৮ লাখ ২৮ হাজার টাকা।

এ বিষয়ে রাশেদ খাঁন বলেন, আমাদের হিসাব পুরোপুরি স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত। প্রাপ্ত সব টাকাই নতুন গঠিত দলের সাংগঠনিক কাজ ও মানুষের অধিকার আদায়ের কাজে ব্যয় হচ্ছে এবং হবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত এ প্ল্যাটফর্ম ছাত্রদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ গঠন করার পর এবার রাজনৈতিক দল গঠন করার প্রয়াস নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira