ওমর ফারুক স্টাফ রিপোর্টারঃ
নাটোর গুরদাসপুরে হাজী হাজীবাজার এলাকায় রাইস মিলের বেল্টের সাথে জড়িয়ে আটকা পড়ে ডাইভারের মৃত্যু হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় রাইস মিল স্টার্ট দিলে তার শরীরের পরনের কাপড়ের সাথে বেল্ট জড়িয়ে গেলে সে বেল্ট ছাড়াতে অক্ষম হন। পরে বেল্ট জোরে ঘুরতে থাকলে বেল্টের সাথে সেও জড়িয়ে পড়ে ঘুরতে থাকে এবং তাৎক্ষণিক তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে জানা যায় তার নাম মোঃ রমজান আলী (৪৫) তার বাড়ি নাটোর গুরদাসপুরে বীর বাজার এলাকায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে লাশ টি উদ্ধার করে থানায় নিয়ে যায়, এবং সেখান থেকে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গুরদাসপুর থানার দায়িত্বরত ওসি মোঃ আব্দুল মতিন।