1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

শিবগঞ্জে জমজ শিশুর দায়িত্ব নিলেন নির্বাহী অফিসার আবুল হয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কয়েক মাস যাবত মা-বাবা থেকে বিচ্ছিন্ন ও অবহেলিত থাকা ২ জমজ শিশু পেলো সরকারি সহায়তা । জানা গেছে, জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বালুচর গ্রামের আব্দুল আওয়াল ও তাজরিন বেগমের ঘরে গত দেড় বছর আগে জন্ম নেয় ২ জমজ কন্যা শিশু আনিশা ও তানিশা । কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে কলহ থাকায় গত ৪ মাস পূর্বে ২ কন্যা শিশুকে বাবার কাছে রেখে তাদের মা তাজরিন বেগম মায়ের বাড়ি চককীর্তি চলে যায় । এর ২ মাস পরে শিশুদের বাবা আব্দুল আওয়ালও অন্য এক মেয়েকে বিবাহ করে বাড়ি থেকে চলে গেলে দাদীর কাছেই থাকতো তারা । মা-বাবা ছাড়া দুই জমজ শিশুর অসহায়ত্ব দেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের অধীন শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮ এ ফোন করে এক প্রতিবেশী । তথ্য জানতে পেরে সরেজমিনে প্রতিনিধি পাঠান শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস । তথ্য নিশ্চিত হয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াত এর নিকট জানালে তিনি নিজ দপ্তরে তাদের ডেকে পাঠান । এরপর সোমবার ৩০ জানুয়ারি ২০২৩ দুপুরে নিজ দপ্তরে উপস্থিত ২ শিশু সহ তাদের দাদী মোসা: রুমালী বেগমের সাথে কথা বলে শিশু ২ টির সার্বিক বিষয়াবলী বিবেচনা করে তাদেরকে সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয় এবং তাৎক্ষনিক সহায়তা সহ তাদের ভরন পোষনের জন্য প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবুল হায়াত । এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: আরিফুল ইসলাম কে শিশু ২ টির সার্বিক খোঁজ খবর ও দেখভাল করারও নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াত । এসময় জমজ ২ শিশুকে তাৎক্ষনিক আর্থিক সহায়তায় অংশ নেন সিনিয়র সাংবাদিক আহসান হাবিব ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira