সনজিত কুমার দাসঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়ন ও চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) ১০ টায় নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদে ও চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিকাল চারটায় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার পক্ষে থেকে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন মজুমদার মনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুল রহমান নঈম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাাম মোস্তফা সোনার, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাবুল, চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি প্রমুখ।