মোঃ মজিবর রহমান শেখঃ
১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী, আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম, আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ , বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মিয়া, দুওসুও ইউপি চেয়ারম্যান সোহেল রানা, ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জ, বড়বাড়ী ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ প্রমুখ ।এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ,বিজিবি প্রতিনিধি , গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্য বলেন ৪ ফেব্রুয়ারি তারিখের প্রতিমা ভাঙচুর যারা করেছেন তাদেরকে তাড়াতাড়ি তাদের কুলু বের করে পুলিশ প্রশাসনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। বালিয়াডাঙ্গী উপজেলা পৌরসভার করা হবে, একটি শিশু পার্ক করা হবে, লাহিড়ীবাজারে পুলিশ ফাঁড়ি করা হবে, লাহিড়ী বাজারটি সিসি ক্যামেরার আওতায় আনা হবে, বালিয়াডাঙ্গী চৌরাস্তামোড়ে পুলিশ বক্স করা হবে, সারের বিষয়ে বলেন আমার বালিয়াডাঙ্গী উপজেলার কৃষকরা যেন সারের সমস্যায় না পড়ে সে বিষয়ে কৃষি অফিসারদের দৃষ্টি দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পরে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার অটিস্টিক প্রতিবন্ধীদের মাঝে ১৪ টি হুইলচেয়ার বিতরণ করা হয় ।