1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রহিমানপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁও জেলার রহিমানপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে “স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট”র উদ্বোধন করা হয়। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর কাব ও লাইব্রেরি মাঠ প্রাঙ্গনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। রহিমাপুর এম.সি.এল ফুটবল একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মথুরাপুর কাব ও লাইব্রেরির সভাপতি মো: আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, রহিমানপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা প্রমুখ। উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ ডি.কে.এস.পি টিম ৫-০ গোলে ঠাকুরগাঁও রানীশংকৈল ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন হাসানুজ্জামান বিপ্লব। সহকারী পরিচালক ছিলেন মো: দারুল, জয়নাল আবেদীন ও মনিরুল হক। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত। বিশেষ করে মহিলা দর্শক নজর কাড়ে। ধারা বর্ণনা করেন বীরগঞ্জের স্বনামধন্য ধারাভাষ্যকার তরিকুল ইসলাম তপু। উল্লেখ্য, টুর্নামেন্টে ২ টি গ্রুপে মোট ৮টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলে:- উদ্বোধনীর ২টিম, পঞ্চগড় মিরগড় ফুটবল একাডেমী, নীলফামারী এ.আর রহমান একাডেমী, ঠাকুরগাঁও এম.সি.এল. ফুটবল একাডেমী, ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা একাদশ, দিনাজপুর সেতাবগঞ্জ স্পোর্টিং কাব ও দিনাজপুর জেলার বীরগঞ্জ সলিডারিটি কাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira