মোঃ মজিবর রহমান শেখঃ
নানা আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়। ২৭ ফেব্রুয়ারি সোমবার দিবসটি পালনে র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যাণ কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যলি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, ঠাকুরগাঁও পরিসংখ্যান দপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মাজেদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন প্রমুখ। সভায় দিবসের উপরে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।