মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁও জেলায় মাহেন্দ্র ট্রাক্টর উল্টে চাপা পরে সারোয়ার হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান আঠারোকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাক্টরে তার পিতা ইদ্রিস আলী থাকলেও তিনি প্রাণে বেঁচে যান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সারোয়ার হোসেন একজন মাহিন্দ্র ট্রাক্টর চালক। ঐ দিন তার পিতাকে গাড়িতে চড়িয়ে চিলারং ইউনিয়নের বারোকালী নামক স্থানে হাল দিতে যান। এ সময় ট্রাক্টরটি ক্ষেত থেকে রাস্তায় উঠানোর সময় উল্টে গিয়ে সারোয়ার হোনেন চাপা পরে মারা যান।
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউপি চেয়ারম্যান মো: ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারোয়ার হোসেন ও তার পিতা ইদ্রিস আলী ট্রাক্টর নিয়ে দিনভর আমাদের পাশ্ববর্তী এলাকায় হাল চাষ করেন। পরে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি পাশ্ববর্তী রায়পুর ইউনিয়নের দেহন গ্রামে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, এ ব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়