মোঃ মজিবর রহমান শেখঃ
নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। ৭ মার্চ মঙ্গলবার দিবসটি পালনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। দিবসের প্রথম প্রহরে ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাকবাংলোয় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, সহ ঠাকুরগাঁও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ সহ বিভিন্ন সরকারী বে-সরকারী দপ্তর ও প্রতিষ্ঠান। পরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হলে) ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ -সভাপতি মাহাবুবুর রহমান খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ। পরে বিভিন্ন প্রতোযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।