নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া নয়াপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,০৮,০০০/- (এক লক্ষ আট হাজার) টাকা মূল্যের ৭২০ (সাতশত বিশ) পিছ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ বেলাল হোসেন (২৯) বলে যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১১০ (একশত দশ) পুড়িয়া হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আজিজ খাঁ (৪৫) বলে যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরনাীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ট্যাপেনটাডল ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।