শফিকুল ইসলামঃ
নওগাঁর নিয়ামতপুর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগীতা ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উক্ত স্কুুলের প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নিয়ামতপুর আইডিয়াল স্কুলের পরিচালক সাদিকুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ গোপাল চন্দ্র, বাসুদেবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান কুমার সরকার, বি এফ সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
শেষ নিয়ামতপুর আইডিয়াল স্কুলের বিজ্ঞান বিভাগে ৭২ জন ও মানবিক বিভাগে ১৬ জন এসএসসি পরীক্ষার্থীদের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম বিদায় ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান করেন।