নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন নামাশ্যামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ দেলোয়ার হোসেন দিলু (৪৮) ও তার মাদক ব্যবসার অপর সহযোগী মোঃ বাবু (৩৩)’কে আনুমানিক ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যের ৯০০ (নয়শত) পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদক দ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দিলু’কে রাজধানী কদমতলী থানায় হস্তান্তর করতঃ বাবুর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।