নাঈম মৃধা বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজলা সদরর বটতলা নামক স্থান থেকে ৩১টি ড্রাম ভর্তি কর পিকআপ পাচাররে সময় সরকার নিষিদ্ধ সোয়া ৬ লক্ষ রেনু পোনা জব্দ কর। রবিবার ভার তালতলীর কোস্টগার্ডের সদস্যরা এ পোনা জব্দ করে। পরে পোনাগুলা বঙ্গাপসাগরর মোহনায় অবমুক্ত করা হয়েছে।
বঙ্গাপসাগর ও সাগরর মোহনায় সরকার নিষিদ্ধ মশারি জালর মাধ্যমে রেনু পোনা আহরন করে গাপন সোনাকাটা ইউনিয়নর ছোাট আমখালা গ্রামর রিপন ফকির, নিশানবাড়িয়া ইউনিয়নর ম্যানিপাড়া গ্রামর বশির হাওলাদার ও ছোটবগী গ্রামর ছাতনপাড়া এলাকার সোহরাব হাসন দেশের বিভিন্ন জায়গায় পাচার কি বিক্রি করনে । রবিবার সকাল গাপন সংবাদর ভিত্তিতে তালতলীর সখিনা কোস্টগার্ডর একটিমের লিডার মোঃআলমগীর হাসন এর নেতৃত্বে শহরর বটতলা নামক স্থানে একটি পিকআপ অভিযান পরিচালনা করে ৩১টি ড্রাম থেকে ৬ লক্ষ ২০ হাজার রেনু পোনা জব্দ করে। এসময় পাচারকারীরা পলাতক ছিলো। পরে তালতলী উপজলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনায়ার তুম্পার নির্দশ জব্দ করা রেনু পোনা মৎস্য অফিসর সহযাগিতায় বঙ্গাপসাগরের মোহনায় অবমুক্ত করা হয়।
সখিনা কাস্টগার্ডর কটিজট লিডার মোঃ আলমগীর হাসন বলনে,জব্দ করা পোনা বঙ্গাপসাগরের মোহনায় অবমুক্ত করা হয়ছে। এবং মুচলকা রখ পিকআপ চালক ছেড়ে দেওয়া হয়ছে।