নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পানগাঁও ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ (দুই) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ হানিফ (৩৪) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি ল্যাপটপ, ০১টি মাইক্রোফোন, ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৬,০০০/- (ছয় হাজার) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পূর্ব আগানগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পুড়িয়া হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ তানভীর হোসেন (২০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ১,০০০/- (এক হাজার) টাকা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।