কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ আজ ২৭-এপ্রিল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রওশন ইজদানী একাডেমী’র বিদ্যালয় প্রাঙ্গনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্কুল কমিটির সভাপতি আল আমিন ভূঞা ‘র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ,অভিভাবক বৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহ প্রতিষ্টানের শিক্ষার্থী সকল।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির জানান, এ বছর আমাদের স্কুল থেকে মানবিক শাখায় ৭৯ জন,বিজ্ঞান শাখায় ১৬ জন সহ মোট পরীক্ষার্থী ৯৫ জন।এর মধ্যে ছাত্র ৩৮ জন ও ছাত্রী সংখ্যা রয়েছে ৫৭ জন।আশা করি আমাদের ছেলে – মেয়েরা ভালো ফলাফল বয়ে আনবে।
অনুষ্ঠানের সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, তোমরা পড়াশোনা করে ভালো মানুষ হবে,তোমাদের হাত ধরেই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে ওঠবে।
সবশেষে, সহকারী শিক্ষক মোঃ রুবেল হোসেনের দোয়া মোনাজাত ও শিক্ষার্থীদের মাঝে একটি স্কেল,দুট কলম,একটি মানপত্র ও একটি ফাইল বিতরণ করা হয়।