কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘এসো মিলি আলোর মিছিলে, জ্ঞানের মোহনায়’ এ শ্লোগানকে ধারণ করে ‘প্রেরক’ নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে ‘প্রেরয়িতা’ নামে একটি উন্মুক্ত লাইব্রেরীর উদ্বোধন করা হয়। উদ্বোধক ছিলেন বই প্রেমিক ও সংস্কৃতিজন জনাব কামরুল হাসান ভূঞা।
‘প্রেরক’এর প্রতিষ্ঠাতা শফিক আহমেদ ভূঞা জানান,’প্রেরক’এর কাজ সামাজিক ব্যাধি আত্মহত্যা বন্ধ করা ও ‘প্রেরয়িতা ‘এর কাজ হচ্ছে মানুষকে বই প্রেমিক হিসেবে গড়ে তোলা।তাছাড়া আমাদের কাজ শুধু কেন্দুয়ায় সীমাবদ্ধ নয়, সারা দেশব্যাপী বিস্তৃত।
আশিফুল জয়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উদ্বোধক সাহিত্য প্রেমী জনাব কামরুল হাসান ভূঞা, পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিন,সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর ভূঞা, মজলিসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দেবনাথ, ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান আরজু,রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রভাষক মোঃ আসাদুল করিম মামুন, লেখক,পালাকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, মানবাধিকার কর্মী মামুনুল খান হলি,শিক্ষক আনিসুজ্জামান ইমন সহ সমাজের প্রমুখ ব্যক্তিবর্গ।