সনজিত কুমার দাস
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে এস.এস.সি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় ৬টি পরীক্ষা কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণভাবে ও নকলমুক্ত পরিবেশে প্রথমদিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছয়টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে জেনারেল বোর্ডের অধীনে
নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ৪৯০জন , নিয়়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ৪২৮ জন,বামইন উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩৬৬জন, গাংগোর উচ্চ বিদ্যালয় ৬৭০, মাদ্রাসা বোর্ডের অধীনে, নিয়ামতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৪২৫, কারিগরি বোর্ডের অধীনে,শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় ৯৪ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন।
মোট পরীক্ষার্থী এসএসসি ১৯৫৪জন, ছাত্র ৯৯৮, ছাত্রী ৯৫৬ জন, মাদ্রাসা ৪২৫ জন, ছাত্র ২৪৮, ছাত্রী ১৭৭, ভোকেশনাল ৯৪, ছাত্র ৬৭ ছাত্রী ২৭ জন ।
আজ পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো এসএসসি ২৩, মাদ্রাসা ৩৫, ভোকেশনাল ০৯জন।
কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ।
নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র সচিব দায়িত্ব পালন করছেন ভীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা উনার সাথে কথা বলা হয় ও উনার সাথে পরীক্ষার হল গুলো ঘুরে দেখা হয়। উনি বলেন সুন্দর মনোরম পরিবেশে শান্তিপূর্ণ ভাবে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন সার্বিক সহযোগিতা সহ অত্র প্রতিষ্ঠানের মেইনগেটে ১৪৪ ধারা ব্যানার ঝুলানো আছে।