কোহিনূর আলম,
কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ
সোমবার (০১ মে) দুপুর সাড়ে বারটা(১২:৩০ মি:) নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোভাযাত্রা শেষে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাবেরী জালাল এর সভাপতিত্বে ও কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বাবু সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাবেরী জালাল। এছাড়াও মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইাস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল কাদির উকিল ভূইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন পিপিএম, জাতীয় শ্রমিক লীগ, কেন্দুয়া উপজেলা শাখা ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কেন্দুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ প্রমুখ।
বিভিন্ন বক্তাদের বক্তব্যে এ আন্তর্জাতিক দিবসটির গুরুত্ব ও শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন,আমিও একজন শ্রমিক। আমাকে যারা নির্বাচিত করেছেন, আমি তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।