1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পেলো সরকারি সহায়তা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
  • ৩৩২ বার পড়া হয়েছে

কোহিনূর আলম,
কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধিঃ
অদ্য-১ মে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৪ নং মোজাফরপুর ইউনিয়নের চৌকিধরা নয়াপাড়া ও পাছ হারুলিয়া গ্রামে ভয়াবহ পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও ঢেউ টিন প্রদান করে উপজেলা প্রশাসন।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারের মধ্যে বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আজিজুর রহমান ও ১৪ নং মোজাফরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূইয়া উপস্থিত ছিলেন।
পিআইও আজিজুর রহমান বলেন, চৌকিধরা নয়াপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যককে ২ বাণ্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা এবং হারুলিয়া গ্রামের পরিবারগুলোর প্রত্যককে ৭ হাজার করে টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য গত ২ এপ্রিল দুপুরে চৌকিধরা নয়াপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের বসতঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং গত ৫ এপ্রিল গভীর রাতে একই ইউনিয়নের পাছ হারুলিয়া গ্রামে বিভীষিকাময় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি পরিবারের বসতঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira