কোহিনূর আলম,
কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধিঃ
অদ্য-১ মে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৪ নং মোজাফরপুর ইউনিয়নের চৌকিধরা নয়াপাড়া ও পাছ হারুলিয়া গ্রামে ভয়াবহ পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও ঢেউ টিন প্রদান করে উপজেলা প্রশাসন।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারের মধ্যে বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আজিজুর রহমান ও ১৪ নং মোজাফরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূইয়া উপস্থিত ছিলেন।
পিআইও আজিজুর রহমান বলেন, চৌকিধরা নয়াপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যককে ২ বাণ্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা এবং হারুলিয়া গ্রামের পরিবারগুলোর প্রত্যককে ৭ হাজার করে টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য গত ২ এপ্রিল দুপুরে চৌকিধরা নয়াপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের বসতঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং গত ৫ এপ্রিল গভীর রাতে একই ইউনিয়নের পাছ হারুলিয়া গ্রামে বিভীষিকাময় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি পরিবারের বসতঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করে আসছিলো।