কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ
আজ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের ৩৮ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে ও ঝংকার শিল্পী গোষ্ঠীর পরিচালনায় কেন্দুয়া প্রেসক্লাবে কেক কেটে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার সূচনা করা হয়।
সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন যথাক্রমে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুস ছাত্তার, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি সুনীল চন্দ্র পোদ্দার, সাবেক সভাপতি আলমগীর চৌধুরী,সাবেক সাধারন সম্পাদক সেকুল ইসলাম খান,সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভুঞা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ভুঞা, অর্থ বিষয়ক সম্পাদক মতিউর রহমান, পাঠাগার সম্পাদক লুৎফর রহমান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক দিল বাহার খানের পরিচালনায়
গান পরিবেশন করেন কেন্দুয়া ঝংকার শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।
উল্লেখ্য ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালেরর ৩ মে।