1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

বরগুনায় র‍্যাবের অভিযানে ২৬ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে

নাঈম মৃধাঃ
বরগুনার সদর উপজেলার পায়রা নদীর তীরবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন র‍্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (৩ মে) বেলা ১২ টার দিকে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের সঙ্গে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আন নূর। আরও উপস্থিত ছিলেন জেলা মৎস অফিসার বিশ্বজিৎ কুমার দেব।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা বন্ধে অভিযান পরিচলনা করেন র‍্যাব সদস্যরা। এসময় ওই এলাকা থেকে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ মাছ ধরার ৪৭ টি বেহুন্দি জাল, ১ লক্ষ টাকা মূল্যের ২ চিংড়ি জাল, ১ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ৩ টি বুড়াল জাল জব্দ করা হয়।

এ বিষয়ে র‍্যাব-৮ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, জেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত মাছ ধরার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira