কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কেন্দুয়ায় শুক্রবার (৫ মে) কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ কর্তৃক বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মিজানুর রহমান শরীফের মায়ের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের রাশেদ ইকবাল খান, সিনিয়র সহ সভাপতি,মো. সালাউদ্দিন, সহ সভাপতি, শরীফুল ইসলাম রাকিব,যুগ্ম সাধারণ সম্পাদক, শাহদত হোসেন, সহ সাধারণ সম্পাদক,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইব্রাহিম কবির মিঠু সিনিয়র সহ সভাপতি,আতিকুর রহমান, সহ-সভাপতি, মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, রিয়াদ আরেফিন, পরিবেশ ও জলবায়ু সম্পাদক, আবু সাইদ হিমু, সহ সাংগঠনিক সম্পাদক, আসলাম শেখ, সহ সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুমিনুল ইসলাম জিসান, সিনিয়র যুগ্ম সম্পাদক, হাসানুর রহমান, সহ সভাপতি, মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, মহসিন হল,সৈয়দ ইমাম হাসান (অনিক), সাংগঠনিক সম্পাদক, মুজিব হল,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শরিফুল ইসলাম ও জুলকার নাইম, মোখলেসুর রহমান, সিনিয়র সহ সভাপতি, মিরপুর বাংলা কলেজ,সজিব ভূইয়া, সাংগঠনিক সম্পাদক, নরসিংদী জেলা ছাত্রদল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূইয়া (দুলাল) সহ আটপাড়া ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূইয়া, মদন ছাত্র দলের সদস্য সচিব পিপুল এবং কেন্দুয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে নেত্রকোনা -০৩, কেন্দুয়া – আটপাড়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের সভাপতিত্বে কেন্দুয়া ক্যাফে স্পাইসি রেস্টুরেন্টে আলোচনা সভা ও মধাহ্ন ভোজের আয়োজন করা হয়