কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৪ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ২০ বছর বয়সী এক যুবকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৭ মে) দুপুরে ধর্ষণের শিকার ওই শিশুটির মা বাদী হয়ে কেন্দুয়া থানায় এ মামলাটি দায়ের করেন।
এছাড়া ধর্ষণের শিকার ওই শিশুটিকে তার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ঘটনায় শহীদুল্লাহ, তার বাবা হাবুল বেপারী ও মা শহিদা আক্তারকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।তাদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।
পুলিশ, ধর্ষণের শিকার শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামের হাবুল বেপারীর ছেলে শহীদুল্লাহ গত শনিবার (৬ মে) সকাল ১০টার দিকে একই গ্রামের ওই কন্যাশিশুটিকে বাড়ির পাশে একা পেয়ে ডেকে নিয়ে স্থানীয় একটি দোকানঘরে নিয়ে যায়। তারপর সেখানে শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তার কোলে বসিয়ে চেপে ধরে তাকে ধর্ষণ করতে থাকে। এ সময় চিৎকার শুনে শিশুটির মা এগিয়ে গেলে ওই যুবক পালিয়ে যায়। তবে ঘটনাটি ধাপাচাপা দিতে ওইদিন দিনভর স্থানীয়দের প্রচেষ্টা চলে। এমনকি বিষয়টি জানাজানি না করার জন্য শিশুটির মা-বাবাকে হুমকিও দেয় শহীদুল্লাহ ও তার পরিবার। একপর্যায়ে শিশুটির পরিবার থানাপুলিশের দ্বারস্থ হলে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।