কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ
সোমবার (৮মে) সকাল ১০ টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক,সুপ্রিম কোর্টের আইনজীবি আব্দুল মতিনের পক্ষে তার সমর্থকরা উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম,কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল কাদির ভুইয়ার হাতে লিফলেট তুলে দিয়ে প্রচারনার কাজ শুরু করেন।
এ সময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর চৌধুরী,উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন ভুইয়া,ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ,উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক,ঘাতক দালাল নির্মুল কমিটির সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান ভুইয়া,সহ-সভাপতি,উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আফজাল হোসেন মুকুল,ঘাতক দালাল নির্মুল কমিটির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সফিকসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অন্যান্য ব্যক্তি বর্গ প্রচার প্রচারণার কাজে অংশ গ্রহন করেন।
এডভোকেট আব্দুল মতিন,তিনি ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে কেন্দুয়া-আটপাড়ায় নির্বাচনী প্রচারে অংশ গ্রহন,ভোট প্রদান সহ বিভিন্ন জনসভায় অংশ গ্রহন করে ব্যাপক সাড়া জাগিয়েছেন। সম্প্রতি তিনি কেন্দুয়ার বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম,ইমামদের নিয়ে কেন্দুয়ার পৌরসভস্থ নিজ বাস ভবন ‘আয়েশালয়ে’ মত বিনিময় সভা করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।