1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

ডেমরা পুলিশ লাইন্স পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম ডেমরা পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন।
এসময় ডেমরা পুলিশ লাইন্সের ব্যারাক, মেস, ক্যান্টিন, অস্ত্রাগারসহ অন্যান্য অফিস পরিদর্শন করেন তিনি।
পরে পুলিশ লাইনস পরিদর্শন শেষে বিশেষ কল্যাণ সভায় উপস্থিত হন। কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের নিকট পেশ করেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।
ফোর্সের মনোবল বৃদ্ধিতে দায়িত্বের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা ও শরীরচর্চার পরামর্শ প্রদান করেন ডিএমপি কমিশনার। পরে তিনি ডেমরা পুলিশ লাইন্সে একটি আমের চারা রোপণ করেন।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব), উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira