নাঈম মৃধাঃ
বরগুনার তালতলীতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষক আশরাফ মিয়া। বিষয়টি জানতে পেরে বরগুনা জেলা ও তালতলী উপজেলা ছাত্রলীগের নির্দেশেনায় ওই কৃষকের পাশে দাঁড়ালেন উপজেলা ছাত্রলীগ সদস্য মো. জসিম হাওলাদার।
শুক্রবার (১৯ মে) জসিমের নেতৃত্বে পচাকোড়ালীয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এক বিঘা জমির ধান কেটে বাড়ি পৌছে দিয়েছেন। এতে ওই ইউনিয়নের হাড়ি পাড়া গ্রামের কৃষক আশরাফ মিয়ার মুখে হাসি ফুটেছে।
এ বিষয়ে তালতলী উপজেলা ছাত্রলীগের সদস্য জসিম হাওলাদার বলেন, জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষক আশরাফ মিয়া। আশেপাশের জমির ধান কেটা হয়ে গেলও ওই কৃষকের আর্থিক সমস্যার কারণে ধান কাটতে পারেনি। বিষয়টি জানতে পেরে জেলা ও উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় আমার নিজ খরচে কয়েকজন শ্রমিক ও পচাকোড়ালীয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মী নিয়ে জমির ধান কেটে বাড়ি পৌছে দেই। এতে ওই কৃষকের চোখেমুখে হাসি আনন্দ ফুটে উঠে।