গত-১৫/০৫/২০২৩-ইং তারিখে একটি জাতীয় দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনে এসএসসি পাস করতে উপজেলা চেয়ারম্যানের কান্ড এবং গত ১৭- ০৫ -২০২৩ ইং তারিখে একই পত্রিকার ২ ও ৩নং কলামে নওগাঁর পত্নীতলা উপজেলা চেয়ারম্যানের কান্ড বদলি পরীক্ষা দিয়ে এসএসসি পাস, শিরোনাম সহ বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ প্রকাশ করেছেন পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার সহ এলাকার সচেতন মহল ও দলীয় নেতাকর্মী ও পত্নীতলা আপামর জনতা। প্রকাশিত সংবাদের প্রতিবাদে আব্দুল গাফফার বলেন ২০২২ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পত্নীতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে সফলতার সহিত আমি এসএসসি পাস করি আমাকে নিয়ে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে একটি কুচক্রী মহল মানুষের শিক্ষার কোন বয়স নেই, শিক্ষার কোন শেষ নেই, তাই আমি থেমে থাকিনি শেষ বয়সে এসেও আমি জ্ঞান অর্জন করার শিক্ষা অর্জন করার চেষ্টা করেছি। ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে, প্রতিবাদকারী নওগাঁর পত্নীতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজনুর রহমান বলেন, পরীক্ষায় কেন্দ্র সচিব হিসাবে সার্বক্ষণিক আমি পরীক্ষা কেন্দ্রে ছিলাম এখানে প্রত্যেকটা পরীক্ষার্থী তার নিজ নিজ আইডি কার্ড নিয়ে নিজ নিজ স্থানে বসে পরীক্ষা দিয়েছেন তার কোন ব্যতিক্রম আব্দুল গাফফারের ক্ষেত্রেও ছিলনা তিনি সততার সহিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সফলতার সহিত পাস করেছেন এ ধরনের সংবাদ তার ইমেজ নষ্ট করা ও উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া আর কিছুই নয়।