মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁওয়ে শিশু উন্নয়নে পৌরসভার সাথে আগামী বাজেটে বরাদ্দ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়। ২২ মে সোমবার ঠাকুরগাঁও পৌরসভার সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করা হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে সংলাপ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিশেষ অতিথি পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিব উজ জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, সংস্থার ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার পারুল বেগম, চাইল্ড প্রটেকশন অফিসার বৈদ্য ম্যানুয়াল, শিশু ফোরামের সদস্য রত্না আক্তার, মানিক দাস প্রমুখ। সংলাপ অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শিশু ফোরামের সদস্যবৃন্দ অংশ নেন। এ সময় শিশু ফোরামের সদস্যরা পৌরসভার ২৩-২৪ অর্থবছরে শিশুদের উন্নয়নে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরে।