কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের উপ নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
২৫ মে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত।
উক্ত কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩১৭১জন, এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ১৬১৯ জন,মহিলা ভোটার হচ্ছেন ১৫৫২ জন। তবে ১৯০১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সময় বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়লেও
পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার উপস্থিতি ছিল লক্ষনীয়।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আজহারুল ইসলাম।
কেন্দুয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন সকাল থেকে ম্যাজিষ্ট্রেসি দায়িত্ব পালন করেন।
এছাড়াও কেন্দুয়া থানার অফিসার্স ইনচার্জ আলী হোসেন পিপিএম এর নেতৃত্বে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিলো।
মোঃ মহসিন ফুটবল প্রতীকে পান ৮৫৮ ভোট। মোসাঃ মদিনা আক্তার ঘুড়ি প্রতীকে পান ১০০৪ ভোট। মোঃ জামাল উদ্দিন রতন মোরগ প্রতীক নিয়ে পান ৩৯ ভোট।
ভোট গণনা শেষে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয় মোসাঃ মদিনা আক্তারকে।
মুঠোফোনে আশুজিয়া ইউপির চেয়ারম্যান মো.মনজুরুল করিমের সাথে কথা হলে তিনি জানান,পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।নির্বাচনী এলাকায় এখন উৎসমুখর পরিবেশ বিরাজ করছে।