1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

কেরানীগঞ্জে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর গরু ব্যবসায়ীকে মর্মান্তিকভাবে হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান ৩ জন পলাতক আসামীকে পটুয়াখালী ও মানিকগঞ্জ হতে গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর লেচু মিয়ার মার্কেটের কাঁচা বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উক্ত বাজারের কসাই রওশন আলী ভূট্টো (৪৯) তার লোকজন নিয়ে আহসানুল্লাহ’কে বেদম মারধর করলে ঘটনাস্থলেই আহসানুল্লাহ অচেতন হয়ে যায়। তৎক্ষণাৎ, আশপাশে থাকা লোকজন তাকে দ্রæত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনার পর নিহত গরু ব্যবসায়ী আহসান উল্লাহর ছোট ভাই মোক্তার হোসেন বাদী হয়ে ভূট্টোসহ ১০ জন ও সঙ্গীয় অজ্ঞাত নামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১০৬, তারিখ- ২৪/০৫/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ দন্ড বিধি। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে বিবাদীরা আত্মগোপনে চলে যায়। হত্যা কান্ডের ঘটনাটি জানতে পেরে র‍্যাব পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় গতকাল ২৬ মে ২০২৩ খ্রিঃ তারিখ র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল র‍্যাব-০৮ এর সহযোগীতায় পটুয়াখালী জেলার সদর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ঢাকার কেরানীগঞ্জে গরু ব্যবসায়ী আহসান উল্লাহ (৫২)’কে মর্মান্তিকভাবে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ১। আহম্মদ আলী কালু (৩৮) ও ২। রবিউল (৩৬) উভয়ের পিতা- মৃত দৌলত মাঝি, স্থায়ী সাং- গরিগাও, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’দের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের তথ্যমতে একই তারিখ র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল র‍্যাব-০৪ এর সহযোগীতায় মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন বালিয়াটি এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারভুক্ত অপর পলাতক আসামী শফিক মিয়া (৩৫), পিতা- মৃত- আব্দুস সাত্তার, স্থায়ী সাং- গরিগাও, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ৪৩, ৫৯০/- (তেতাল্লিশ হাজার পাঁচশত নব্বই) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা উক্ত ঘটনার পর নিজেদের আইনের হাত থেকে বাঁচানোর জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira