কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে সদর উপজেলার পৌর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৪ জন জুয়ারুকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।রবিবার ভোররাতে সদর থানার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকার ভেলাকোপা (বাহারের চর) থেকে একই এলাকার রুস্তম আলি (৫২), পরিমল হক (৪৫),রেজ্জাকুল (৩৫) ও আইনুল হক (৩২) নামের এ ৪ জুয়ারুদেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদঅর্থ, মোবাইল ফোন উদ্ধারসহ জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জেলায় জুয়া নির্মূলে আমাদের এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।