কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুল হক ভুঞা পরিচালনায় শনিবার (৩ জুন) কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন দলীয় ঐক্যই পারে আওয়ামীলীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে।
তিনি আরো বলেন, এ বছর শেষে অথবা আগামী বছর প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের দল আওয়ামীলীগ, আমাদের দলের নেতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোন মূল্যে শেখ হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। আর সেই জন্যে আজকে এই বিশেষ বর্ধিত সভা। বর্ধিত সভার মাধ্যমে সকল নেতৃবৃন্দকে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে গিয়ে আগামী নির্বাচনে কিভাবে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানানো যায় সেই লক্ষ্যেই সকলকে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।