কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এল ডি ডি পি) এর আওতায় প্রডিউসার গ্রুপ (পিজি) এর সদস্যদের নিয়ে ১ (এক) দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মঙ্গলবার (০৬ জুন) সকাল ১০ টা থেকে দিনব্যাপী ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ভিত্তিক প্রাণিসম্পদ কৃষক মাঠ স্কুল (এল এফ এফ এস) এ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক এ প্রশিক্ষণশালার আয়োজন করা হয়।
এতে মাসকা ও রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ৩৩ (তেত্রিশ) জন খামার- খমারী অংশগ্রহণ করেন। কেন্দুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন(১) করে এল এস পি’র দ্বারা মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া উপজেলায় আট (০৮) টি পিজি’র অধীনে ২৩৩ জন খামার-খামারী রয়েছে।
এ বিষয়ে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এল.ডি.ডি.পি) শাহীন আহমেদ এঁর সাথে কথা হলে তিনি জানান,এ প্রশিক্ষণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে ডেইরি ফার্মের যথেষ্ট উন্নয়ন ও জনপ্রতি দুধের চাহিদা পূরণ করা আমাদের মূল লক্ষ্য। তিনি আরো জানান,
প্রকল্পটি ২০১৯ সালে শুরু হলেও ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকবে।