তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে। বুধবার ৭ জুন উপজেলা পরিষদের মুজিব চত্বরের সামনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে বৈধ জাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করেন তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত অলানোয়ার তুমপা, উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হালিম সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সোনাকাটা ইউনিয়ন চেয়ারম্যান ইউনুস ফরাজী প্রমুখ।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের সুবিধাভোগী ৩ জন করে দল তৈরি করে ৭৮ জনকে ২৬ টি বৈধ জাল দেওয়া হয়েছে।