কোহিনূর আলম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা ৩- (কেন্দুয়া- আটপাড়া) নির্বাচনী এলাকায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী (এডভোকেট) আব্দুল মতিন অবিরাম জনসংযোগ করে যাচ্ছেন।
জনসংযোগ ও পথ সভায় এডভোকেট আব্দুল মতিন বলেন, আমি নিরলসভাবে নৌকা ও আওয়ামী লীগের সভানেত্রীর জন্যে কাজ করে যাচ্ছি ।নৌকার মনোনয়ন পাবো কি পাবো না সেটা বড় কথা নয়। মানুষের ভালোবাসাই আমার প্রাপ্তি।
মনোনয়ন যেই পাক সেই যেনো জয় লাভ করে। আমি সেই লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা চাচ্ছি। কেননা, আমি বিশ্বাস করি, কোন পরিশ্রমই বৃথা যায় না।
ইতোমধ্যে তিনি ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে কেন্দুয়া-আটপাড়ায় নির্বাচনী প্রচারে অংশ গ্রহন,ভোট প্রদান সহ বিভিন্ন জনসভায় অংশ গ্রহন করে ব্যাপক সাড়া জাগিয়েছেন।
তারই ধারাবাহিকতায় শনিবার (১০ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিরাং ইউনিয়নের চিরাং বাজারে বৃষ্টিকে উপেক্ষা করে নিজে উপস্থিত থেকে আওয়ামী লীগের উন্নয়নের বর্ণনা সম্বলিত লিফলেট বিতরণ ও নৌকার জন্যে সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি ও পাইকুড়া ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুঞা, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, কৃষকলীগের সাবেক সভাপতি আফজালুল হক মুকুলসহ আওয়ামীলীগ,যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ।