কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় জামালপুর বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা ও নেত্রকোনার দূর্গাপুরের সাংবাদিক কলি হাসান নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিকাল চার ঘটিকায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে রিপোর্টার্স ক্লাবের সামনে ও কেন্দুয়া উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন এ মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আসাদুল করিম মামুন এর সভাপতিত্বে ও কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লাইমুন হোসেন ভূইয়া এর পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবু সমরেন্দ্র বিশ্বশর্মা,মানবাধিকার কর্মী মামনুল হক খান হলি,বাবু রাখাল বিশ্বাস প্রমুখ।
বক্তব্যে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সকলকেই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এঁর হাতে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপি তুলে দেয়া হয়।