সনজিত কুমার দাস
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ আজ ২০ শে জুন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতিবছর হিন্দু ক্যালেন্ডারের আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় দিন জগন্নাথ দেবের এই রথযাত্রা অনুষ্ঠিত হয় ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে গর্ভগৃহ থেকে মন্দিরে নিয়ে এসে পূজা অর্চনা খোল কিরতনের মধ্য দিয়ে ভক্তবৃন্দরা রথের দড়ি টানেন ।
নিয়ামতপুর উপজেলা পূজাউৎযাপন পরিষদের সভাপতি ঈশ্বরচন্দ্র বর্মন বলেন প্রতিবছর ন্যায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব উদযাপন হচ্ছে উপজেলার বেশ কিছু মন্দিরে এই রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হাজিনগর মন্দির, ভাবীচা মন্দির, শালবাড়ি মন্দির, গুজিসহর প্রেম গোসাই মন্দির, শ্রীমন্তপুর বালুকাপাড়া মন্দির, শ্রীমন্তপুর লক্ষীতাড়া মন্দির, আঘর মহাশ্মশান কালী মন্দির, এবং প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করে। নিয়ামতপুর উপজেলা পূজা উৎযাপন পরিষদ সাধারণ সম্পাদক, সুরঞ্জন বিজয়পুরী বলেন সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণভাবে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা এ বছর অনুষ্ঠিত হচ্ছে। শ্রীমন্তপুর বালুকা পাড়া মন্দিরের ভক্ত রমেশচন্দ্রের সঙ্গে কথা বলা হয় তিনি বলেন ভগবান জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আমাদের এই গ্রামে প্রতিবছর মন্দির প্রাঙ্গনে মেলা বসে বিভিন্ন ধরনের দোকানপাট বসে এবং গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই আত্মীয়-স্বজন ভরে যায় । বছরের শুরুতেই এই উৎসব জন্মাষ্টমী,শারদীয় দুর্গোৎসব ও অন্যান্য উৎসবের যেন আগাম বার্তা নিয়ে আসে।