কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে উদযাপন করেছে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
শুক্রবার (২৩ জুন) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের ব্যানার ও ফেষ্টুন সম্বলিত বর্নাঢ্য মিছিল পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর ম্যুরালে পুস্পস্তপক অর্পন করেন আওয়ালীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিশেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড.আব্দুল কাদির ভুইয়া, সাধারন সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুইয়া প্রমুখ। ।
বক্তব্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।