কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার দ্বিতীয় শ্রেণির কেন্দুয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
আগামী অর্থ বছরে ২৩ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪ শত ৫৮ টাকা ০৮ পয়সা আয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২১ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ৮ শত ৮৯ টাকা ব্যয় ও স্থিতির পরিমাণ ধরা হয়েছে ২ কোটি ০১ লাখ ২১ হাজার ৫ শত ৬৯ টাকা ০৮ পয়সা।
রবিবার (২৫জুন) সকাল ১১ ঘটিকায় এ উপলক্ষে পৌরসভার প্যানেল মেয়র আবদুল হামিদের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পৌরসভার হল রুমে দুই বারের নির্বাচিত পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা এ বাজেট ঘোষণা করেন।
এ সময় অবস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,সচেতন নাগরিকবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা আয় ও ব্যয়ের যে সব খাতওয়ারি বাজেট ঘোষণা করেন,খাতগুলোর মধ্যে রয়েছে রাজস্ব,উন্নয়ন সহায়তা তহবিল, মূলধন,আইইউআইডিপি-২,আইইউআইডিপি-৩,পিপিসিসিটিএফ,বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প, এলজিসিআরআরপি।
পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা পৌরসভার সার্বিক উন্নয়নে সকল মহলের সব রকমের সহযোগিতা কামনা করেন।