মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁও জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়। ২৫ জুন রোববার ঠাকুরগাঁও জেলা পরিষদের হলরুমে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে বাজেট অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, পীরগঞ্জ পৌরসভার মেয়র একরামুল হক, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সদস্য আফসানা বেগম, মোছা: সাবিনা ইয়াসমিন, শামসুজ্জামান শান্ত, মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী এজাহারুল হক, উপ- সহকারী প্রকৌশলী জাকির হোসেন, হিসাব রক্ষক দিলীপ কুমার রায় প্রমুখ। ২০২৩-২৪ অর্থ বছরে ঠাকুরগাঁও জেলা পরিষদের মোট ৩৫ কোটি ৬৬ লাখ, ৪৩ হাজার ৪১৫ টাকা আয় ও ব্যায় ধরে বাজেট ঘোষনা করা হয়।