কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের শিমুলতলা এলাকায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দ্বীন ইসলাম বাবু (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দ্বীন ইসলাম বাবু উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭জুন) বেলা পৌনে ২টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের শিমুলতলা এলাকার সাইফুল পাগলার মজার সংলগ্ন স্থানে চলন্ত বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক দীন ইসলাম মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে ঈশ্বরগঞ্জ এলাকায় বিকেল পৌনে ৫টার দিকে দীন ইসলামের মৃত্যু হয়।