মোঃ মজিবর রহমান শেখঃ
১৬৮ তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫ জুলাই বুধবার ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ও হেকস্ ইপারের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন উর রশিদ, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, প্রকল্পের এডভোকেসী অফিসার সুজন খান, এনএনএমসির সদস্য মো: মাহাবুব রশিদ, সাংবাদিক রেজওয়ানুল হক রিজু প্রমুখ।