কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
গাছ লাগিয়ে যত্ন করি
সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি
এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় কৃষি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়।
শনিবার (৮ জুলাই) সকাল ১১টায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন নেত্রকোনা ৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে কেন্দুয়া জয়হরিস্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত কৃষি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন মঞ্চে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) রাজীব হোসেন ভূঞা’র সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক আজিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অসীম কুমার উকিল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা ও স্বাগতিক বক্তা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা প্রমুখ।
পরে অতিথিবৃন্দ ফলজ,বনজ ও ঔষধি গাছের স্টল ঘুরে দেখেন এবং প্রধান অতিথি অসীম কুমার উকিল এমপি উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কৃষি মেলা ২০২৩ এর সাফল্য কামনা করেন।