কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা তাঁতী লীগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
সোমবার (১০ জুলাই) নেত্রকোনা জেলা তাঁতী লীগের সভাপতি এমডি আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান সোহান অনুমোদিত মোঃ বাপ্পী খন্দকারকে আহ্বায়ক ও রাফসান জানি সিয়ামকে সদস্য সচিব করে এই আহ্বায়ক কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৮ জনকে সদস্য করা হয়।
নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় (১১ জুলাই) কেন্দুয়া প্রেসক্লাবে এসে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলামের হাতে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দিল বাহার খাব সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।