কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
কেন্দুয়া-আটপাড়ার নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুল মতিন কেন্দুয়ার গন্ডা বাজারে বৃষ্টিকে উপেক্ষা করে জনসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মোঃ আব্দুল মতিন কেন্দুয়ার
গন্ডা বাজারে জনসংযোগ করেন। জনসংযোগ কালে তিনি আওয়ামী লীগের সার্বিক উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ ও সর্বসাধারণের দোয়া প্রার্থনা করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গন্ডা ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া,উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামাল আহমেদ,গন্ডা ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সহসভাপতি আব্দুল ওয়াহাব, গন্ডা ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক মোনায়ার হোসেন, গন্ডা ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক কামাল সুবানী,
গন্ডা ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য ও ইউপি সদস্য আলী আকবর, গন্ডা ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য মোঃ সাইদুর রহমান, মোঃ আব্দুর রশিদ,মোঃ সুলেমান, মোঃ দুলাল মিয়া, গন্ডা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ আজাহারুল ইসলাম,
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম মাহবুবে আলম, বিল্লাল হোসেন এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।