কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়ার) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার এবং কেন্দুয়া উপজেলার গোপালপুর, রাজিবপুর ও বীরগঞ্জ বাজারে গনসংযোগ করেছেন।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার এবং কেন্দুয়া উপজেলার গোপালপুর, রাজিবপুর ও বীরগঞ্জ বাজারে গনসংযোগ করেছেন।
গণসংযোগ কালে তিনি আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের সার্বিক উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরে তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্য বলেন,’আরো একবার দরকার, শেখ হাসিনার সরকার, এই শ্লোগানে মাঠ গোছাতে হবে। বিএনপি – জামায়াত হচ্ছে লুটেরা দল। তাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
এ সময় কেন্দুয়া ও আটপাড়া উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।