কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মোঃ আব্দুল মতিন।
শনিবার (১৫ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ লক্ষ্যে আটপাড়া উপজেলা সদর এবং কেন্দুয়ার গোপালপুর ও স্বরাপাড়া বাজারে গণসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি আওয়ামী লীগের সার্বিক উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ ও সর্বসাধারণের দোয়া প্রার্থনা করেন। এক পর্যায়ে তিনি আটপাড়া সদরে এক দল শিশু-কিশোরের হাতে উপহার হিসেবে তুলে দেন ফুটবল।
ফুটবল পেয়ে তাদের চোখে-মুখে ভেসে ওঠেছিলো আনন্দের ফোয়ারা।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা, আটপাড়া ও কেন্দুয়া উপজেলার আওয়ামী লীগ,যুবলীগ,কৃষক লীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ।