কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বাজরে বাজারে গনসংযোগ করেন।
রবিবার (২৩ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের একাধিক বাজারে গনসংযোগ করেন।
গণসংযোগ কালে তিনি তাঁর পথ সভার বক্তৃতায় বলেন, শেখ হাসিনা হচ্ছেন দল মত নির্বিশেষে সবার, তিনি আছেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হবে। এরপর সাবেক সাংসদ ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত মতবিনিময় সভায় তিনি তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাব দেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি সোস্যাল মিডিয়ায় পুল পোস্টের মাধ্যমে ১০ জনের মধ্যে প্রথম বা বিজয়ী হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেন, সোস্যাল মিডিয়া বর্তমানে খুবই গুরুত্ব বহন করে । তাই খাটো করে দেখার সুযোগ নেই এছাড়াও তিনি আওয়ামী লীগ,সহযোগী সংগঠন ও তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,’আরো একবার দরকার, শেখ হাসিনার সরকার’। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে কাজ করতে হবে। আজকের ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা যেনো সুনাগরিক হিসেবে গড়ে ওঠে – এমন মন্তব্যও করেন তিনি।
এ সময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ ইলেক্ট্রিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।