কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
কেন্দুয়া উপজেলার পৌর শহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বিকালে ১০ নং কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদেরর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জীর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,নেত্রকোনা ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
বিশেষ অতিথির বক্তব্যে ছিলেন, বাংলাদেশ যুব-মহিলালীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনে সাবেক সাংসদ অধ্যাপক অপু উকিল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা,সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা।
এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগের যুগ্মা সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা,আনোয়ারুল হক তালুকদার কনক,হুমায়ূন কবির ভূঞা, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,কান্দিউড়া ইউনিয়নের প্রতি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।