কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৭ নং মাসকা ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) ১ হাজার ৪ শত ৫৩ জন দুস্থ ও হতদরিদ্র কার্ডধারীদের মধ্যে ৫ কেজি চাল,২ কেজি মসুরি ডাল,২ কেজি সোয়াবিন তেল ৪৭০ টাকার বিনিময়ে বিতরণ করা হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম বাঙালী,ইউপি সদস্যবৃন্দ ও ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হক সহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে এ সব পন্য বিতরণ করেন।
এ বিষয়ে ফারহানা স্টোর ট্রেডার্স এর প্রোপাইটার ফারহানা আক্তার জুঁই বলেন,প্রধানমন্ত্রীর দেয়া এই সব পণ্য গরিব অসহায়দের মাঝে সুলভ মূল্যে পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব।